কথায় বলে,
দুষ্ট লোকের মিষ্টি কথা,
ঘনিয়ে বসে পাশে।
কথা দিয়ে কথা নেয়,
প্রাণে মারে শেষে!
কথায় বলে,
নদীর জল ঘোলাও ভালো
জাতের মেয়ে হোকনা কালো,
নাই মামা কানাও ভালো
অন্ধ সন্তানও ঘরের আলো।
কথায় বলে,
অভাবে নাকি হয় স্বভাব নষ্ট
বাতে ধরলে হয় বুদ্ধিনাশ,
অসৎসঙ্গে হয় সন্তান নষ্ট
সঙ্গদোষে হয় সর্বনাশ!
কথায় বলে,
গাছে বেল পাকলে কাকের কি?
কাক বলে তাকিয়েছি দোষ কি?
নিজের নিজে করলে কার কি?
বিনা লাভে তুলোর বোঝা বহে কি?
কথায় বলে,
মায়ের থেকে বেশি ভালো
হয়তো সে হয় ডাইনি,
বাবার চেয়ে বেশি ভালো
সেই জন করে শয়তানি!
কথায় বলে,
ছোটবেলা যে করে বেশি দুষ্টুমি
বড় হয়ে সে পায় সম্মানী,
বোকা মানুষ করে না বোকামি
অতি পণ্ডিতগণ করে যত ভণ্ডামি।
সত্য বচন। কবিতায় একরাশ শুভ কামনা প্রিয় কবি নিতাই বাবু। ভালো থাকবেন।
ছন্দে ছন্দে দারুণ বাস্তবিক কথা কবি দা