কথায় বলে

195

কথায় বলে,
দুষ্ট লোকের মিষ্টি কথা,
ঘনিয়ে বসে পাশে।
কথা দিয়ে কথা নেয়,
প্রাণে মারে শেষে!

কথায় বলে,
নদীর জল ঘোলাও ভালো
জাতের মেয়ে হোকনা কালো,
নাই মামা কানাও ভালো
অন্ধ সন্তানও ঘরের আলো।

কথায় বলে,
অভাবে নাকি হয় স্বভাব নষ্ট
বাতে ধরলে হয় বুদ্ধিনাশ,
অসৎসঙ্গে হয় সন্তান নষ্ট
সঙ্গদোষে হয় সর্বনাশ!

কথায় বলে,
গাছে বেল পাকলে কাকের কি?
কাক বলে তাকিয়েছি দোষ কি?
নিজের নিজে করলে কার কি?
বিনা লাভে তুলোর বোঝা বহে কি?

কথায় বলে,
মায়ের থেকে বেশি ভালো
হয়তো সে হয় ডাইনি,
বাবার চেয়ে বেশি ভালো
সেই জন করে শয়তানি!

কথায় বলে,
ছোটবেলা যে করে বেশি দুষ্টুমি
বড় হয়ে সে পায় সম্মানী,
বোকা মানুষ করে না বোকামি
অতি পণ্ডিতগণ করে যত ভণ্ডামি।

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

2 thoughts on “কথায় বলে

  1. সত্য বচন। কবিতায় একরাশ শুভ কামনা প্রিয় কবি নিতাই বাবু। ভালো থাকবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. ছন্দে ছন্দে দারুণ বাস্তবিক কথা কবি দা

মন্তব্য প্রধান বন্ধ আছে।