৪+৪+৪+১
জগজ্জুড়ে শ্রমজীবীর———- নেইতো কভু তুল
জগতের এই উন্নয়নের———–তারাই হলো মুল।
অবহেলা করাে না ভাই————-সম্মান টুকু দাও
তারাই দেশের শ্রেষ্ঠ সন্তান——-কাছে টেনে নাও।
শ্রমজীবীর গায়ের ঘামে———–তৈরি ধরার সব
মালিক শ্রেণির শোষণ থেকে——রক্ষা করো রব।
শ্রমিক হলো দেশের স্তম্ভ ——— তাদের সম নাই
আধুনিক এই সভ্যতার যুগ———- মর্যাদাটা চাই।
সকাল দুপুর ক্লান্ত ক্লান্ত————- কেটে যায় দিন
এত খাটা খাটনি করি ————-শুধু পেটের ঋণ।
হাড় ভাঙ্গা এই পরিশ্রমে ————–লালন করি ছা
রোদ বৃষ্টি সদা প্রিয় ———————কিছু বলি না।
মাঠে ফলে সোনা ফসল———- কৃষকের ওই নাম
তাদের কাজের জন্য তারা——পাই না ন্যায্য দাম।
শোষণের ওই যাঁতাকলে———–জীবনটা রে শেষ
মালিক শ্রেণি শীতাতপে ———— বসে বলে বেশ।
সুখীজনে সুখে থাকে—————-চাষার শ্রমের ফল
শ্রমজীবীর সারাজীবন ————–থাকে দুখে’র দল।
ভেবে ভেবে পায় না ভাষা ————-কীসের জন্য কি
খেটে খেটে জীবনটা শেষ —————–জন্ম বৃথা ছি।
রচনাকালঃ
০২/০৭/২০২১
সুখীজনে সুখে থাকে-চাষার শ্রমের ফল
শ্রমজীবীর সারাজীবন–থাকে দুখে’র দল।
_ চিরন্তনী কথা কাব্য। আজন্মকালের সত্য কথন।
শুভকামনা রইল।।।।