চারিদিকে আজ এতো রক্ত ঝরা
সততই চৌচির স্বপ্নেরা
লোকজন দিশেহারা;
কর্ম অন্বেষণে কিশোর শিশুরা
খেলার বয়সে তন্দ্রাহারা
স্বপ্ন যে আকাশ ভরা।
দ্যাখো ঐ যে শহরের রাস্তাঘাট
রঙিন যানে জমজমাট
করতে বাজার হাট;
সাজ সজ্জায় সুন্দর ফিটফাট
কলকাকলিতে ভরা মাঠ
চলেও পুস্তকপাঠ।
হেথা মাথায় ভেঙ্গে পড়ে আকাশ
সারা বেলা কান্না হাহুতাশ
কখনো যে উপবাস;
জীবন যুদ্ধ চলে বারোটি মাস
লাঙল গরুর আশপাশ
সাথী তবু দীর্ঘশ্বাস।
সহজ সরল অসাধারণ ছন্দ কবিতা উপহার। হালকা লিখা পড়লে মন ভালো হয়ে যায়। অভিনন্দন প্রিয় কবি মি. সাইদুর রহমান। শুভ সকাল।
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। ভালো থাকুন নিরন্তর।

