আষাঢ়

6970

আষাঢ় মাসে বাদল ধারা
কাঁদায় হাঁটা কষ্ট,
বাড়ির পাশে রাস্তা সব
ভেঙে হয়েছে নষ্ট।

বৃষ্টি পড়ে টিনের চালে
রিমঝিম রে শব্দ
শাপলা তুলে তুলে’রে ভাই
কাটে যাক না অব্দ।

বর্ষাকালে দেয়ার ডাক
শুনে শুনেই শক্ত,
ব্যাঙের গানে ভরা এ প্রাণে
সতত হই ভক্ত।

আষাঢ় এলে মেঘের ভেলা
সতত নামে বৃষ্টি,
ধরার বুকে হঠাৎ করে
হলোই অনা’সৃষ্টি।

বাহির হতে শুধুই মানা
বৃষ্টি সদা ঝরছে,
পিছলে খেলা ভালোই লাগে
ক্ষণে ক্ষণেই পড়ছে।

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

4 thoughts on “আষাঢ়

  1. আষাঢ় মাসে বাদল ধারা
    কাঁদায় হাঁটা কষ্ট,
    বাড়ির পাশে রাস্তা সব
    ভেঙে হয়েছে নষ্ট। ____ ম্যাজিক্যাল ছড়া পদ্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. ছবি যুক্ত করার জন্য অশেষ ধন্যবাদ।
      সুন্দর হয়েছে মন্তব্য।
      শুভকামনা রইল সতত।।।

  2. “আষাঢ় মাসে বাদল ধারা
    কাঁদায় হাঁটা কষ্ট,
    বাড়ির পাশে রাস্তা সব
    ভেঙে হয়েছে নষ্ট।”

    নারায়ণগঞ্জ ডি&ডি বাঁধের অবস্থাও কিন্তু খারাপই।

    কবিতায় বাস্তবতা ফুটে উঠেছে, কবি।
    শুভকামনা থাকলো।

    1. দারুণ মন্তব্য করেছেন।
      শুভকামনা রইল সতত।।। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।