বৃষ্টি ঝরে
পূর্নাবতী ফলজ লালে
রূপসী গালে..
বেয়ে পড়ে
রস,
মিষ্টি এক আবহে
রাখে ঘিরে
শ্যামলিমা চুলের বরিষা গন্ধ!..
গোপন মোচড়
ঝিরিঝিরি হাওয়াই নৃত্য
শেষে
মৌন অবসরে সে-ও চায়
একখানা নিপুন কাম(ড়)!
2 thoughts on “নিপুন কাম(ড়)”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ঝিরিঝিরি হাওয়াই নৃত্য শেষে
মৌন অবসরে সে-ও চায়
একখানা নিপুন কাম(ড়)! ___ কথা কবিতায় আপ্লুত হলাম স্যার।
ছবি আর লেখা পটে আমারও মন চাচ্ছে রসালো এই ফলে একটা আদুরে কাম(ড়) বসিয়ে দিতে।
ভালো লিখেছেন, দাদা। শুভকামনা থাকলো।