প্রেম ভালোবাসা

৪+২/৪+২/৪+৪

প্রিয়া তোমার কথা—— প্রাণে লাগে ব্যথা
ভাবি আমি মনে মনে
শুনব নতুন শব্দ—– কেটে যাবে অব্দ
সেই কথা মন ছুয়ে ক্ষণে।

দিয়ে নিত্য আশা ——— কেড়ে ন্যায়’রে ভাষা
বলি না তো আমি কিছু
তার প্রেমের ওই আগুন ——- বসন্ত আর ফাগুন
ঘুরি আমি পিছু পিছু।

তার প্রিয় মোর গানে——— বিভোর করে প্রাণে
পায়ে তার ওই ধবল নুপুর
বিদীর্ণ ওই বেলা———- স্বপ্ন নিয়ে খেলা
নিঝুম একলা ক্লান্ত দুপুর।

তুমি আমি সেইদিন——– ভালোবাসা কূলহীন
দারুণ মিষ্টি মধুর কথা
মনে জাগে আশা—– বাঁধবো মোরা বাসা
তবু মনে জাগে ব্যথা ।

হবে কখন বিয়ে——- চাই’যে আমার হিয়ে
যুুগল বন্দী জীবন নিয়ে
সুখে দুখে মোরা——- দুজনে এক জোড়া
দূূর করব ওই স্বপ্ন দিয়ে।

রচনাকালঃ
০৩/০৭/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

6 thoughts on “প্রেম ভালোবাসা

  1. বাহ। অনেক সুন্দর হয়েছে আজকের লিখাটিও। অভিনন্দন কবি অপূর্ব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. প্রেমেই জীবন, প্রেমেতেই শান্তি! কবিতায় মুগ্ধতা রেখে গেলাম।

    1. ঠিক বলেছেন কবি।
      শুভকামনা রইল।।
      https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।