জল কে বলি চল
চল জলকে চল
ওমনি জল ঝাঁপিয়ে পড়ে
আমার জানালায়।
জল যদি হয় পাহাড়
পাহাড় করে আহার
সেতুবন্ধে টুকরো পাথর
মৃত্যু কিনারায়।
জল কে বলি আয়
খেলবি যদি আয়
ওমনি জল গোঁসাগনগন
চললো সিতারায়।
জলই কাটে দাগ
অকাল হোলির ফাগ
এক চিলতের এদিক ওদিক
বেহেস্ত নিয়ে যায়।
আমার আমি’র জল
তাই জলকে চল
নক্সাকাটা দুর্গ প্রাকার
ময়ূরপঙ্খী বায়।
ভালো লাগা কবিতায় শুভ কামনা প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী। বেশ।
অনেকদিন পর দাদা’র লেখা কবিতা পড়লাম। সত্যি চমৎকার!
শুভকামনা থাকলো দাদা।
চমৎকার ♥️