১+৪/৪+৪
আজ ভেবে ছিলাম
লিখবো শুধু প্রেমের কথা
না শুধু লিখলাম
বুক ভরা ওই দারুণ ব্যথা।
আজ শুধু মনে
চাই যে ওগো বন্ধু তোমায়
চাই প্রতি ক্ষণে
তুমি ডাকবে কবে আমায়।
চাই আমি শুধু
সুন্দর রাঙা ওই না বধু
থাক বলে দাদু
খুব হয়েছে কাব্য শুধু।
পাই না তো ভেবে
লিখব কি আর প্রেমের কথা
মন শুধু নেবে
তারই জন্য অশেষ ব্যথা।
তাই আর লিখব না
কষ্টের কথা নিয়ে কবিতা
পাই কষ্ট ওই না
মনের কোণে ভাসে ছবিটা।
রচনাকালঃ
২৯/০৬/২০২১
খুব ভালো লাগলো, শুভ কামনা।
শুভকামনা রইল সতত।।
শুভকামনা রইল।।।
ভালো লিখেছেন, কবি। শুভকামনা সবসময়।
শুভকামনা রইল।।।
শুভেচ্ছা জানবেন প্রিয় কবি অপূর্ব। শুভ দিন।
শুভকামনা রইল