মৌলবাদ বাঙালী জাতিসত্তার অংশ নয়,
কিংবা যে সাম্প্রদায়িকতার খোলস পরে আছ তুমি-
তা ও নয় আমার পরিচয়;
আমি জাতহীন মানবের নিধি
দেখ, এই মাটির পাঁজরে মিশে আছে আমার বুকের পরিধি,
আর যে আগুনের উল্লাস দেখে তুমি ভীত হও
আমি তার প্রতীক শুধু- এমন একটা
হিসেব লিখে লও
জেনো- যে শক্তি অজাতিসত্তার অসুর,
কবিতায়, শুধু সে’ই যেতে পারে বহুদূর
বাকীরা তকমার পোস্টার লিখে কিংবা
লেখায় নিজের শরীরে,
একদিন এভাবেই হারিয়ে যায় ওরা কালের কন্দরে।
যথার্থ উপস্থাপন, কবি। শুভকামনা থাকলো।
মৌলবাদ বাঙালী জাতিসত্তার অংশ নয় এই কথাটাই আজন্মকাল থেকে হৃদয়ে ধারণ করি। অনেক শুভেচ্ছা রইলো প্রিয় কবি প্রিয় ফকির ইলিয়াস ভাই। সালাম।
অসাধারণ উপস্থাপন,