৪+৪/৪+৩
ছন্দ যেনো জল কলতান
মনের মধ্যে তুলেছে ঢেউ,
আষাঢ় মাসে বৃষ্টির ফোঁটায়
মন আনন্দে মাখছে কেউ।
ময়ূর নাচে বৃষ্টির শব্দে
আকাশটা যে মেঘ মাখা
বাহিরে নেই কোনো মানুষ
পাবে তোমরা কার দেখা।
আকাশের বুক ফেটে গেছে
পড়ছে বৃষ্টি একটানা
আষাঢ় মাসে নদীর জলে
সবার আছে ডুব মানা।
শাপলা শালুক নদীর জলে
শুধু ফুটে যে আছে,
বর্ষারাণী কদম কেয়া
ধরে আছে ওই গাছে।
বর্ষাকালে বৃষ্টির জন্য
প্রকৃতি যে হয় সুন্দর,
দেশে সকল নিচু জায়গা
জলে ডোবে ওই বন্দর।
রচনাকালঃ
০৯/০৭/২০২১
বৃষ্টি ভেজা ভোর সকালে আপনার জন্য শুভকামনা প্রিয় কবি।
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল প্রিয় কবি।।।
বৃষ্টি নিয়ে ভাবনা চমৎকার হয়েছে। শুভকামনা থাকলো।
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল প্রিয় কবি।।।