কই আর থামে
আতঙ্ক আর কান্না জীবনে কই আর থামে আজকাল
ঐ হিমালয় কি বিশাল দৃঢ় যেন হাসি খুশিতে চিরকাল;
বুকের ধন পাথর তবুও কাঁদে
ক্লান্তি অশান্তি যত উতলা নদে
পাথরেও ফুটে ফুল নদীও পায় শেষে সমুদ্রের নাগাল।
4 thoughts on “লিমেরিক”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অনেকদিন পর আপনার লিখা লিমেরিক পড়লাম প্রিয় কবি সাইদুর রহমান।
অশেষ ধন্যবাদ শ্রদ্ধেয় মুরুব্বী। ভালো থাকুন। আগাম ঈদ মোবারক।

সুন্দর কবিতা! পাঠে মুগ্ধ হলাম। শুভকামনা থাকলো।
ঈদ মোবারক স্যার। নিরাপদ থাকুন সব সময়। শুভকামনা …