আমার গ্রাম

393_naaa

৫+৫/৫+২ মাত্রাবৃত্ত

পদ্মা নদীর পাড়ের কাছে
আমার ছোট গাঁয়ে,
মনের মাঝে সুখটা আনে
তমাল তরু ছায়ে।

ময়না টিয়া কোকিল ঘুঘু
বহু পাখির মেলা,
গাঁয়ের ছেলে মেয়েরা করে
তাদের সাথে খেলা।

গাঁয়ে আমার বাস করে রে
কামার জেলে চাষা,
পাখির মতো তাদের মুখে
দারুণ ভালো ভাষা।

আছেন যারা সুখী দুঃখী
মিলেমিশেই থাকে,
একে পরের বিপদে সদা
আপন করে রাখে।

ছবির মতো গ্রাম খানি যে
দেখতে লাগে ভালো,
এমন গ্রামে জন্ম মোর
মনে ভীষণ আলো।

রচনাকালঃ
২৭/০৭/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

8 thoughts on “আমার গ্রাম

  1. ছবির মতো গ্রাম খানি যে
    দেখতে লাগে ভালো,
    এমন গ্রামে জন্ম মোর
    মন ভীষণ আলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. দারুণ মন্তব্য করেছেন প্রিয় কবি।
      শুভকামনা রইল সতত।।। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. দারুণ মন্তব্য করেছেন প্রিয় কবি।
      শুভকামনা রইল সতত।।। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. দারুণ মন্তব্য করেছেন প্রিয় কবি।
      শুভকামনা রইল সতত।।। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. বেশ ছন্দময় প্রকাশ কবি দা অনেক শুভেচ্ছা রইল

    1. দারুণ মন্তব্য করেছেন প্রিয় কবি।
      শুভকামনা রইল সতত।।। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।