আমার একটা মাঠ আছে, ভুবন ডাঙার মাঠ
আমার একটা মেঠোপথ আছে
পথের দুই পাশে রংবেরঙের ফুল আছে।
আমার একটা ছোট্ট ঘর আছে,
ঘর জুড়ে সীমাহীন ভালোবাসা আছে
ঘর জুড়ে উঠোন আছে, উঠোন জুড়ে হলুদ রোদ আছে,
বর্ষার মেঘ বৃষ্টি আছে।
আমার দুই চোখে একটা পুকুর আছে
পুকুর ঘিরে হিজল গাছ আছে
গাছ ভরে ফুল আছে, শুধু মালা গাঁথবার মানুষ নেই।
এই আপনার এত্ত কিছু রয়েছে।
তবুও কেন মনে হচ্ছে ও বুক নিঃস্ব কাঙালের
মত শূন্য হয়ে আছে।
চৈত্রের দাবদাহে পুড়ে ছাই হয়ে গেছে
আবাদযোগ্য ভূমি।
প্রিয় নীলাদ্রি, নিবে তুমি ? আমার যা কিছু আছে।
এই ধরো, এই নীল আকাশ, হলুদ জোছনা, গাছপালা, পাখি, বন, নদী, সাগর, ঝর্ণা, ভুবন ডাঙার মাঠ, উঠোন, রঙিন গোধূলি এই সব কিছু নিয়ে নাও তুমি।
বিনিময়ে শুধু তোমার তুমি কে দাও আমায়! তোমার মনের অধিকার দাও আমায়। আমি যেন বলতে পারি
তোমার মনের ভিতর আমি রয়েছি। দেবে কি নীলাদ্রি ?
.
পুনশ্চঃ – অনেক দিন থেকে নতুন কবিতা লিখতে পারছি না। 😔😔😔
‘প্রিয় নীলাদ্রি, নিবে তুমি ? আমার যা কিছু আছে।
বিনিময়ে শুধু তোমার তুমি কে দাও আমায়! তোমার মনের অধিকার দাও আমায়।’
___ লেখকের লিখায় সাময়িক বন্ধ্যাত্ব আসতে পারে, এমনটা হয় … তার জন্য থেমে গেলে চলবে না। দুই লাইন করে হলেও চালিয়ে যেতে হবে। শুভকামনা প্রিয় কবি।
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয়
বাহ চমৎকার অনুভব প্রকাশ কবি দা অনেক শুভেচ্ছা রইল
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় আপনিও শুভেচ্ছা জানবেন