১০+৭ অক্ষর বৃত্ত মহা পায়রা
নদের চলা বঙ্গের বুকে
কি মনোরম শোভা,
তরুর ছায়া মনের মায়া
গগনে জ্বলে নোভা।
নদীর তীরে পাখির নীড়ে
সুন্দর কলতানে
মাঝির কন্ঠে ভালো মানায়
সতত প্রিয় গানে।
সবুজ তরু নয়ন কাঁড়ে
মনে লাগে’রে ভালো,
পাতা বিহীন সবুজ তরু
দেখায় যেন কালো।
তরুর মায়া সবুজ ছায়া
শীতল করে প্রাণে,
রাখালের যে সময় কাটে
বাঁশি হাতেই গানে।
নদী সতত বয়ে চলে’রে
বঙ্গের অঙ্গ দিয়ে,
গোসল করে বঙ্গের সবে
কাঁদে শিশুর হিয়ে।
রচনাকালঃ
০৯/০৭/২০২১
প্রাণঢালা শুভকামনা প্রিয় কবি জাহাঙ্গীর আলম অপূর্ব। শুভ দিন।
শুভকামনা রইল