তুমি আমার সবচেয়ে বড় অপচয়’
একটি শিল্প সংগীতের বর্ণিল রং
শোনায়ে যাচ্ছে স্নায়ু গলানো গান-
অদূর স্বপ্নবাহী নাগরিক আবিস্কারে
অভিনব কায়দায়, সুমিত উচ্চারণে-
তুমি নির্বাসিত জখম শরীর খুলে
আমার সঙে পরজনমে প্রেমিকা হবে
আদিত্য উপন্যাসে; নিয়মিত-আরও
মরাগাঙের খুনসুটি বোতামে আসবা
তুমি-আমি অনন্ত শ্রাবণে
বেদম জিকিরের নতুন-নতুন ঢেউ!
মরাগাঙের খুনসুটি বোতামে আসবা
তুমি-আমি অনন্ত শ্রাবণে
বেদম জিকিরের নতুন-নতুন ঢেউ! ___ শুভকামনা প্রিয় কবি।
চমৎকার কবি টিপু দা অনেক শুভেচ্ছা রইল