৮+৬ অক্ষর বৃত্ত (অরিত্রিকছন্দ)
মাগো মোরে চলা পথে নয়নের আলো
মা ছাড়া জীবন রথে চলা নাহি ভালো।
দিবানিশি তুমি ক্ষণে দিয়েছো যে আশা,
তুমি ছাড়া মোরে মনে জাগে না’তো ভাষা।
সুখে দুখে সদা কত ভরসা পেয়েছি,
তোমার আশায় শত প্রহর গুনেছি।
দেবে কভু তুমি কিছু চেয়ে থাকি পথে,
নানা আশা পিছু পিছু জীবনের রথে।
মাগো তুমি আঁখি মণি কোথা গেলে চলি
তোমা পেয়ে আমি গণি কাছে এসো বলি।
সদা মোরে মনে কাঁদে দিয়ে গেল ফাঁকি
তুমি আছো কোনো ফাঁদে বুঁজে দুটি আঁখি।
রচনাকালঃ
০৯/০৭/২০২১
ছন্দ বৃত্তের ব্যাকরণ আমার কাছে সবসময় দুর্বোধ্য লাগে।
তবে ভালো কবিতাকে অবশ্যই আমরা আম পাঠক ভালোই বলবো। শুভেচ্ছা কবি।
শুভকামনা রইল।।।।