জীবন বেলার ডাক

animal

জলের মাঝে জল
ছন্দে করে খল খল-
পুকুরের মাঝে মাছ
সাঁতার কাটে খল বল!

ব্যাঙের ডাক বর্ষার বাগ
হেমন্ত মাথায় রঙিন ফুল-
মৌমাছি উড়ে বানায় চাক;
এই তো জীবন বেলার ডাক।

ঘাসের বুকে ফড়িংর মেলা
মাটিতে ঘুম ঘুম সারা বেলা-
অরণ্যতে পাখি গানের খেলা
সুখে দুখে দেখো তারার ভেলা;

সবই ভাবো ডাকে ডাকে কাক
এ তো শেষ জীবন বেলার ডাক!
জলের মাঝে জন্ম থাক- সাঁতার
কাটুক মাছ জীবন বেলার ডাক।

১৬ শ্রাবণ ১৪২৮, ৩১ জুলাই ২১

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “জীবন বেলার ডাক

  1. সবই ভাবো ডাকে ডাকে কাক
    এ তো শেষ জীবন বেলার ডাক!

    ___ জীবনবোধনের অনন্য দৃষ্টান্তই হচ্ছে কবিতার উপজীব্য বিষয়। গুড। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জি প্রিয় কবি মুরুব্বী দা
      সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন—–

    1. জি প্রিয় কবি মহী দা
      সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন—–

মন্তব্য প্রধান বন্ধ আছে।