আমার জেলা ও দেশের জন্য

৪+৩/৪+৩/৪+২

বাড়ি আমার ভোলা ভাই
মনটা ভীষণ খোলা তাই
বলে আমার চাচা,
সবার সাথে মিশে যাই
নিত্য বসে খাবার খাই
জীবনটা তো বাঁচা।

আমার জেলায় হয় খেলা
প্রকৃতির সেই দিন মেলা
নানা জিনিস যত,
দ্বীপে ভাসে ওই ভেলা
ঐতিহাসিক নিজ জেলা
পর্যটক ওই শত।

ঢাকা থেকে অনেক দূর
পাখির আছে মধুর সুর
বিভোর করে প্রাণ,
রাতে ছাড়ায় জোনাক নূর
বনে আছে হাতির শূঁড়
দেখে ধরি গান।

রচনাকালঃ
০৫/০৭/২০২১
——————————
দেশের জন্য
জাহাঙ্গীর আলম অপূর্ব
৪+৪/৪+১

আসুক যতোই ঘাত প্রতিঘাত
আসুক যতোই ঝড়
দেশের জন্য লড়বো মোরা
করবো নাকো ডর।

আপন দেশে পরের শাসন
মানবো না’রে ভাই
আপন দেশে আপন শাসন
করতে মোরা চাই।

আপন দেশে পরের বিধান
মানতে কষ্ট হয়
পর তাড়াতে লড়তে হবে
যোগ্য নেতা কয়।

দেশকে মুক্ত করতে হবে
দেশই হলো মা
তার গর্ভে যে জন্ম মোদের
মোরা যে তার ছা।

মনে আছে ভাই যাদের ডর
থাকবে দাস তাই
ঐক্য গড়ো বাঙালি সব
অন্য উপায় নাই।

রচনাকালঃ
০৫/০৭/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “আমার জেলা ও দেশের জন্য

  1. আসুক যতোই ঘাত প্রতিঘাত
    আসুক যতোই ঝড়
    দেশের জন্য লড়বো মোরা
    করবো নাকো ডর। ___ প্রত্যয়ী এবং সাহসী কবিতা উপহার প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. সুন্দর মন্তব্য করেছেন প্রিয় কবি।
      শুভকামনা রইল সতত।।।
      https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।