দহন ২৭
মাঝেমাঝে দুঃখ আসে
মাঝেমাঝে সুখ,
কখনো অল পারফেক্ট
কখনো ভুলচুক।
***
দহন ২৮
এভাবেই একটা করে নিস্পত্র দিন কাটে
পাগল নুড়ি ছিটকে যায় পায়ের চলন্ত ঘাতে
পাগলের কোনো বিশেষ দিন থাকে না
শুধুই ফ্যালফ্যাল চাউনিতে মেশে
গত জন্মের না পাওয়া চাওয়ার গুচ্ছ।
***
খণ্ডের লিখাটি সংক্ষিপ্ত বা ছোট মনে হলেও; অন্তর্নিহিত অর্থ আমাকে বেশ মুগ্ধ করে। অভিনন্দন প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী। শুভ সকাল।
পাগলের কোনও বিশেষ দিন থাকে না। সত্যি সত্যি সত্যি!