তুমি আমি ও লেখাপড়া

৪+৪/৪+২

থাকো তুমি যতই দূরে
গিরি কিংবা বনে,
পাখি হয়ে উড়ে গিয়ে
বাঁধবো বাসা মনে।

থাকবো তোমার পাছে পাছে
প্রতিক্ষণে ক্ষণে,
বাতাস হয়ে বয়ে চলবে
প্রিয়া তোমার সনে।

চোখের আড়াল তোমায় আমি
করতে চাইনা কভু,
কাঁকন নোলক হয়ে সদা
থাকবো শুধু তবু।

ভালোবাসি বলেই আমি
ঘুরছি পাছে পাছে,
সকাল সাঁঝে নিত্য কাজে
থাকবো কাছে কাছে।

তোমায় খুশি করার জন্য
ফুলের বাগে ফুটবো
তোমার জন্য নদী হয়ে
সাগর পানে ছুটবো।

রচনাকালঃ
০৬/০৭/২০২১
—————————
লেখাপড়া
জাহাঙ্গীর আলম অপূর্ব

৪+৪/৪+২

লেখাপড়া শিখতে হবে
বুঝতে হবে ভালো,
জানতে হবে পুরো ধরা
আনতে হবে আলো।

লেখাপড়া মনে ময়লা
সদা করে ধ্বংস,
লেখাপড়া সুখের উল্লাস
সমাজের ওই অংশ।

জ্ঞানে দৃপ্ত শুদ্ধ ভাবে
গেছে সমাজ জুড়ে,
মনের সকল স্বপ্ন গুলো
যাচ্ছে রে ভাই দূরে।

পুরো জীবন স্বপ্ন নিয়ে
চলতে দেয়’রে শিক্ষা,
জ্ঞানের প্রতীক শিক্ষাগুরু
দিলেন তিনি দীক্ষা।

শিক্ষা ছাড়া জীবন পথে
চলা যায় না কভু,
শিক্ষা হলো মেরুদণ্ড
বিজ্ঞ বলেন তবু।

রচনাকালঃ
০৬/০৭/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “তুমি আমি ও লেখাপড়া

  1. কবিতায় শুভ কামনা জানিয়ে গেলাম প্রিয় কবি অপূর্ব। ভালো থাকুন নিরাপদে থাকুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।