আঁধার রাতের ঘনত্বের উপর নির্ভর করে
খুলে নিলাম বুকের আগল, কষ্টরা দম ফেলুক অবাধে
নিস্তব্ধতা ভেদ করে আড়মোড়া ভাঙ্গুক বিপুলা দীর্ঘশ্বাস!
অন্তর অভ্যন্তরে স্তূপ বাঁধা নির্বেদ গোপন নির্বাণ দহন,
অন্ধকারে তো কষ্টের কোন ভয় থাকে না; যতক্ষণ না
তথা কথিত আলোর সভ্যতা ভেংচি কাটে!!
রাতের চোখ বাঁধা
হাত বাঁধা
অন্ধকার সিম্ফনি আর মৌন ব্যথা
ইচ্ছেমত বিদ্ধ হয়, প্রবিষ্ট হয়- একে অন্যের কোটরে।
রাতের চোখ বাঁধা, হাত বাঁধা
অন্ধকার সিম্ফনি আর মৌন ব্যথা
ইচ্ছেমত বিদ্ধ হয়, প্রবিষ্ট হয়- একে অন্যের কোটরে। ___ দারুণ প্রকাশ।
চমৎকার ভাবনার বহিঃপ্রকাশ। শুভকামনা থাকলো কবি।