প্রাণের আগল

22028_n

আঁধার রাতের ঘনত্বের উপর নির্ভর করে
খুলে নিলাম বুকের আগল, কষ্টরা দম ফেলুক অবাধে
নিস্তব্ধতা ভেদ করে আড়মোড়া ভাঙ্গুক বিপুলা দীর্ঘশ্বাস!

অন্তর অভ্যন্তরে স্তূপ বাঁধা নির্বেদ গোপন নির্বাণ দহন,
অন্ধকারে তো কষ্টের কোন ভয় থাকে না; যতক্ষণ না
তথা কথিত আলোর সভ্যতা ভেংচি কাটে!!

রাতের চোখ বাঁধা
হাত বাঁধা
অন্ধকার সিম্ফনি আর মৌন ব্যথা
ইচ্ছেমত বিদ্ধ হয়, প্রবিষ্ট হয়- একে অন্যের কোটরে।

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!

2 thoughts on “প্রাণের আগল

  1. রাতের চোখ বাঁধা, হাত বাঁধা
    অন্ধকার সিম্ফনি আর মৌন ব্যথা
    ইচ্ছেমত বিদ্ধ হয়, প্রবিষ্ট হয়- একে অন্যের কোটরে। ___ দারুণ প্রকাশ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. “আঁধার রাতের ঘনত্বের উপর নির্ভর করে
    খুলে নিলাম বুকের আগল”

    চমৎকার ভাবনার বহিঃপ্রকাশ। শুভকামনা থাকলো কবি।

মন্তব্য প্রধান বন্ধ আছে।