৫+৫/৫+৪
ছোটন সোনা বায়না ধরে
ইস্কুলে সে যাবে তাই
করোনারই দরুন ভাই
ইস্কুল তো খোলা নাই।
ছোটন সোনা চাঁদের কোণা
শিখবে ভাই লেখাপড়া,
ইচ্ছে তার জানবে সে যে
জানা অজানা পুরো ধরা।
মহামারি ও দরুন দেশে
লকডাউন নেই শেষ,
ছোটন সোনা বলে সতত
ইস্কুলে যে যাবো বেশ।
শিক্ষা থেকে ছিটকে গেছে
ধরার সব ভাই শিশু,
বায়না বড় ছোটন সোনা
ঘোরে সতত মোর পিছু।
কৌতূহল যে ছোটন সোনা
জ্ঞানের পথে সে চলবে,
গুরুর সাথে মুখে মুখেই
পড়া সতত যে বলবে।
রচনাকালঃ
০৮/০৭/২০২১
————————————–
বাংলার নারী
জাহাঙ্গীর আলম অপূর্ব
৪+৪/৪+২
বাংলার নারী পড়ে শাড়ি
নানা রকম সাজে,
জি সিরিয়াল দেখে তারা
মন বসে না কাজে।
অসল সময় করে পারি
সদা করে গল্প,
যদি কেউ ভাই যেতে রে চাই
বসো একটু অল্প।
ভালো কাজে মন বসে না
দারুণ বিমুখ তারা,
পরচর্চা করে নারী
কাটে দিন যে সারা।
ইচ্ছে মতোন ঘুরাঘুরি
জি সিরিয়াল দেখে,
মনের ভিতর অনেক কথা
সবকে বলতে থাকে।
আগের মতোন নারীর মন ভাই
কাজের দিকে ওই নাই,
হেলায় হেলায় সময় কাটে
শুধু শুধু ও ভাই।
রচনাকালঃ
০৪/০৭/২০২১
সুন্দর পদ্য কবিতা উপহার। অভিনন্দন এবং শুভেচ্ছা জানবেন কবি।
শুভকামনা রইল সতত।।।
