শুধুই আশা ভালোবাসা
৬+৬/৬+২
হৃদয়ের কোণে – প্রতি ওই ক্ষণে
ফাগুন কাঁদিছে ওই
নিরালয়ে বসে -মন খুশি হাসে
প্রাণ চাই সদা সই।
মনের আগুন -আগত ফাগুন
ফোটে ওই নানা ফুুল,
শুধু ভালোবাসা – মনে বেশি আশা
সহে না’তো কোনো ভুুল।
পাখিদের সাথে – ভালো তবিয়তে
মন গাহে কত গান,
পাশে পাশে থাকি – নানা ছবি আঁকি
ভরে সদা মন প্রাণ।
জোনাকির আলো -মনে লাগে ভালো
তুুুমি আমি এক হয়ে
প্রাণ রথে রথে – চলি ঠিক পথে
কভু মোরা ভুল নয়ে।
সইয়ের কথা – মন ছোঁয়া ব্যথা
ভাবি বসে আমি তাই,
তোমার যে মতো -সাথী শতো শতো
পৃথিবীতে সাথী নাই।
রচনাকালঃ
০৮/০৭/২০২১
——————————
মৃদুস্বরে হাসি
৪+৪/৪+২
ছেলেবেলায় শুনেছি যে
কত হাসির কথা
সেই হাসির কি কথা বলা
যাবে যথা’তথা।
মৃদু হাসি আছে মুখে
হাসি কত প্রকার
জনে জনে আমি বলি
আছে হাসির আকার।
কারো মুখে অট্টহাসি
কারো মুখে মৃদু
কোন হাসিতে বলো আছে
দৃষ্টিকারা জাদু।
তেমন হাসি মুখ ওই আমি
কিনতে চাই যে তবু
এমন হাসি মুখ’কি ধরায়
পাওয়া যাবে কভু।
মৃদু হাসি মুখে আছে
তারে লাগে ভালো,
হোক না ধরার বুকে তিনি
খুউব খুউব কালো।
রচনাকালঃ
০৮/০৭/২০২১
সইয়ের কথা – মন ছোঁয়া ব্যথা
ভাবি বসে আমি তাই,
তোমার যে মতো -সাথী শতো শতো
পৃথিবীতে সাথী নাই।
শুভকামনারইল।
