সাহসিনী

index

একটি জটিল পথ পাড়ি দিয়ে
দীর্ঘতর জীবনের স্বপ্নভঙ্গ খোলস
থেকে বেরিয়ে এসে
বেছে নিয়েছি একটা সোজা পথ
ভেঙ্গে যেতে শিখিনি
মচকে যেতে শিখিনি
কখনো সাহস ধৈর্যচ্যুত হয়নি বিবেক

আত্মার সমাধিলিপি ভেদ করে
অবশেষে পৌঁছে যায় জীবন;
হিসেবের খাতা খোলা রয়েছে সবার
সবাই চলছে…
ছুটে চলছে….
হিসাব কষছে…
এক…
দুই…
তিন…
প্রাণভরে নিঃশ্বাস নেয়া প্রকৃতির মাঝে।

আমার সাহস
গত হওয়া সে অধ্যক্ষ
আমার পূর্বপুরুষ আমার পিতা
প্রতিদিন ঘুমঘরে কানে কানে বলে যায়
সাহস হারাবে না মা…
আমি প্রতিনিয়ত বাবার কথা শুনি
বাবাকে দেখি;
তার কর্ম, নিষ্ঠা সততা, আমাকে
বেঁচে থাকতে প্রেরণা যোগায়
আসলে তার কর্ম গুলো
তার প্রতিধ্বনি আমার শক্তি

শহর কি গ্রাম
প্রতিদিনের দেখা সাদা কালো মানুষগুলো
প্রতিনিয়ত তাদের রং পাল্টায়
এ যেন অক্টোপাস, তারা যেন গিরগিটি
কিন্তু কই, কেন!
আমিতো বদলাতে পারিনা
আমার স্বভাবজাত
সদ্যফোটা বাগানের ফুল
পূর্বে যে রকম ফুটেছে,
ঠিক একই রকম আজও ফুটছে

ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছে
একই যাত্রায় চলছে ছদ্মবেশ মানুষ
তাদের আভিজাত্য গৌরব আর অহংকার নিয়ে
আমাকে ভাবতে শিখিয়েছে,

তবুও আমি তাদেরকে আজও মানুষ বলি;
কোন জীবনকে আমার অস্তিত্বে
বিরাজমান ঈশ্বর ঘৃনা করতে শেখায়নি;
যাদের যে কর্ম তারা
সেই কর্মের ভেতর দিয়েই পরাস্ত হবে,
শেষ হয়ে যাবে, কিংবা
সম্মানিত ব্যক্তিবর্গ অন্ধকারের
স্তবক ছুঁইয়ে আলোর বিকিরণ ছড়াবে।

তারা অনুভব করবে
যারা আমায় দলিত করতে চেয়েছিল
তারা হেরে যায় সময়ের কাছে।
হেরে যায় মনুষ্যত্বের কাছে।
হেরে যায় বিবেকের কাছে।

আমার আস্থা ছিল সব কিছুর প্রতি
আমার বিশ্বাস আমাকে আস্থা হারাতে শেখায় নি।
আমি বিশ্বাসের পথে অগ্রসর হয়েছি
আজন্ম সাধনা নিয়ে…

কখনো, হেরে যেতে ভয় পাবো বলে
পথকে অন্যদিকে পরিচালিত করে নি
এই নির্ভেজাল অন্তরাত্মা
আমি টিকে গিয়েছি সময়ের কাছে…
আমার বিশ্বাসের কাছে,
আমার ভাবনার কাছে,
আমার চেতনাবোধের কাছে,
আমার ইচ্ছা শক্তির কাছে।

শুধু এটুকু জানি বিজয়ীরাই হেরে যায়
যাঁরা জগত জীবনকে তুচ্ছ করে
বন্ধুর পথ বেছে নেয়
তারা কখনও বিজয়ী হয় না
তাদের দলিত জীবন পদদলিত হয়ে
মিশে যায় সময়ের যুগল আঁধারে
যেখানে তারা হেরে গিয়েও
প্রসাদ খোঁজে নষ্ট চেতনা দ্বারা
তাই বলবো আমি নারী আমি সবকিছু পারি।

2 thoughts on “সাহসিনী

  1. তবুও আমি তাদেরকে আজও মানুষ বলি;
    কোন জীবনকে আমার অস্তিত্বে
    বিরাজমান ঈশ্বর ঘৃণা করতে শেখায়নি;
    ____ সাহসিনী কবিতার সার্থকতা খুঁজে পেলাম প্রিয় কবি হ্যাপি সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।