শরৎকাল ১ও২

শরৎকাল
– জাহাঙ্গীর আলম অপূর্ব
৪+৪/৪+২

নীল আকাশে মেঘের ভেলা
আপন মনে করছে খেলা
থাকতো যদি ডানা,
যেতাম উড়ে মেঘের বুকে
ঘুরতাম সেথায় মনের সুখে
থাকতো নারে মানা।

শিউলে ফুলে গন্ধ ভরা
মনে ভীষণ খুশির ছড়া
বলে বলে চলি
রোজ প্রভাতের হিমেল হাওয়া
বসে আছি বাড়ির দাওয়া
নানা গল্প বলি।

শিশির কণা ঘাসের বুকে
পড়ে আছে মহাসুখে
তেমনি যদি পড়তাম
ইচ্ছে খুশি ঘুরে ফিরে
আসতাম ফিরে আপন নীড়ে
মেঘের ভেলায় চরতাম।

রচনাকালঃ
২০/০৮/২০২১
————————————
শরৎকাল -২
জাহাঙ্গীর আলম অপূর্ব

৫+৫/৫+২ মাত্রাবৃত্ত ছন্দ

নীল আকাশে ভেসে বেড়ায়
সাদা মেঘের ভেলা,
সাঁঝের বেলা নদীর পাড়ে
রবি শশীর খেলা।

কাশফুলটা ফোটে রে ওই
নদীর চরে তবে,
শরৎ হলো ঋতুর রাণী
নিখিল এই ভবে।

শরৎকালে নানা রঙের
মেঘের ভেলা ভাসে,
ফুলের ঘ্রাণ শুকার তরে
প্রজাপতিরা আসে।

হালকা রোদে লঘু বৃষ্টি
থেকে থেকেই পড়ে,
রোজ প্রভাতে শিউল ফুল
সবই তবে ঝরে।

শরৎকালে নরম বায়ু
মনটা কাড়ে ভাই
এরূপ ঋতু ধরার বুকে
অন্য কোথা নাই।

রচনাকালঃ
২১/০৮/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “শরৎকাল ১ও২

  1. সুন্দর কবিতায় শুভ কামনা প্রিয় কবি। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।