শরৎকাল
– জাহাঙ্গীর আলম অপূর্ব
৪+৪/৪+২
নীল আকাশে মেঘের ভেলা
আপন মনে করছে খেলা
থাকতো যদি ডানা,
যেতাম উড়ে মেঘের বুকে
ঘুরতাম সেথায় মনের সুখে
থাকতো নারে মানা।
শিউলে ফুলে গন্ধ ভরা
মনে ভীষণ খুশির ছড়া
বলে বলে চলি
রোজ প্রভাতের হিমেল হাওয়া
বসে আছি বাড়ির দাওয়া
নানা গল্প বলি।
শিশির কণা ঘাসের বুকে
পড়ে আছে মহাসুখে
তেমনি যদি পড়তাম
ইচ্ছে খুশি ঘুরে ফিরে
আসতাম ফিরে আপন নীড়ে
মেঘের ভেলায় চরতাম।
রচনাকালঃ
২০/০৮/২০২১
————————————
শরৎকাল -২
জাহাঙ্গীর আলম অপূর্ব
৫+৫/৫+২ মাত্রাবৃত্ত ছন্দ
নীল আকাশে ভেসে বেড়ায়
সাদা মেঘের ভেলা,
সাঁঝের বেলা নদীর পাড়ে
রবি শশীর খেলা।
কাশফুলটা ফোটে রে ওই
নদীর চরে তবে,
শরৎ হলো ঋতুর রাণী
নিখিল এই ভবে।
শরৎকালে নানা রঙের
মেঘের ভেলা ভাসে,
ফুলের ঘ্রাণ শুকার তরে
প্রজাপতিরা আসে।
হালকা রোদে লঘু বৃষ্টি
থেকে থেকেই পড়ে,
রোজ প্রভাতে শিউল ফুল
সবই তবে ঝরে।
শরৎকালে নরম বায়ু
মনটা কাড়ে ভাই
এরূপ ঋতু ধরার বুকে
অন্য কোথা নাই।
রচনাকালঃ
২১/০৮/২০২১
সুন্দর কবিতায় শুভ কামনা প্রিয় কবি। শুভ সকাল।
শুভকামনা রইল সতত।।।
