বাদলা দিন
– জাহাঙ্গীর আলম অপূর্ব
৪+৪/৪+২
বাদলধারা করছে তাড়া
এলো আষাঢ় বলে,
খেলবো খেলা গানের মেলা
আয় রে দলে দলে।
বৃষ্টি ভেজা ভীষণ মজা
লাফালাফি জলে,
তরী নিয়ে ভাসতে গিয়ে
নানা খেলার ছলে।
কৃষকের ধান সহর্ষে গান
মনটা ভীষণ বলে,
বাদলা দিনে পেটের ঋণে
থাকলে বসে চলে।
কদম কেয়া ডাকে দেয়া
ব্যাঙের বাদ্য দলে,
দলে দলে তারা চলে
ডোবা নদের জলে।
মেঘের ভেলা জলের খেলা
বর্ষার নানা ফলে,
সবুজ শ্যামল সৃষ্টি কোমল
দেখ রে দলে দলে।
রচনাকালঃ
২৯/০৬/২০২১
———————–
রাজাধিরাজ
জাহাঙ্গীর আলম অপূর্ব
৪+৪+৪+২
ধরা চলে প্রভুর কথায়
বুঝবে সবে কবে,
তার ইশারায় সূর্য ওঠে
মালিক তিনি ভবে।
পাখির গানে মুগ্ধ সবাই
সৃষ্টিকর্তার লীলা
ধরার অপার সৌন্দর্য যে
প্রভু ক্যামনে দিলা।
তুমি হলে রাজাধিরাজ
সকল কিছুর স্রষ্টা
তোমার দেওয়া বিধানে না
চললে সে পথ ভ্রষ্টা।
নিয়ামতের শোকর করি
আমরা সবে মিলে
সব কিছু তো মোদের জন্য
প্রভু তুমি দিলে।
পৃথিবীতে তোমার সম
নেই তো কারো শক্তি
তোমার জন্য বান্দার মনে
সীমাহীন যে ভক্তি।
রচনাকালঃ
২৮/০৬/২০২১
শুভ কামনা প্রিয় কবি জাহাঙ্গীর আলম অপূর্ব।
শুভকামনা রইল।।।।