এরকমী

images4444444444444

কুকুরের ভুক ভুক আওয়াজে
ইতিহাসের চিরসত্য খর্ব হয় না বরং
প্রচার উম্মোচন সুলভ মজবুত হচ্ছে,
প্রজন্মের কাছে আরও অদ্ভুত লাগছে
লজ্জার সীমা অতিক্রম করছে!
কুকুরের জ্ঞান বিবেক বোধ লোভ পাচ্ছে
মরা মাংসের গন্ধে লাফালাফি করে
এটাই তো কুকুরের স্বভাব;

ঘরের মালিকও বুঝি ওরকমী অভাব
সাধু পাখি পক্ষিরা বুঝেছে
মিথ্যা কত প্রকাশ কি কি
ঠোঁটে ক্ষমতা থাকলেই বুঝি
হিংসা বিদ্বেষ কালোমেঘের মত ‍উড়ন্ত
কেমন করে করতে হয়
সাধু পাখি পক্ষিরা বুঝেছে এরকমী।

১৪ ভাদ্র ১৪২৮, ২৯ আগস্ট ২১

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “এরকমী

  1. আপনার গদ্য কবিতারও অসামান্য এবং বিশেষ স্বরূপ থাকে যা কিনা সচরাচার দেখা যায় না বা চোখে পড়েনা। শুভ কামনা বাউল কবি আলমগীর সরকার লিটন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জি মুরুব্বী দা কবিতা বলা যায়  তো

      সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই

মন্তব্য প্রধান বন্ধ আছে।