ছড়া হাতে গড়া

বেহালার ছড় বেতালার ছড়া
আনা তড়খড় ডাক-হরকরা

ট্রেন-সিঙ্গার মৌলানা কাজি
আদাজিঞ্জার জাহাজের মাঝি

ঝিঁ ঝিঁ ডাকা রোদ ছাতা-খোলা শীত
আকাশগারদে ফাঁসিসংগীত

সবুজের খোপে জল চারকোনা
এটুকু জগত, বাকি হাতে বোনা

চোখে চিৎকার গায়ে বাঘনখ
মুখভরা পেস্ট গলায় পদক

অপমান, আয়ু, বাজারের দেনা
সব শোধ হয়, “বিদায়” ফেরে না

ভূত-ভবিষ্য-রুটি হাতে গড়া
আজ হবিষ্য, কাল লিখি ছড়া

বেতালার ছড় বেহালার ছড়া…

2 thoughts on “ছড়া হাতে গড়া

  1. আপনার লিখা সহজে সরল যে কোন কবিতা আমার বিশেষ পছন্দ। শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।