জীবন নদীর ছন্দ
– জাহাঙ্গীর আলম অপূর্ব
৫+৫/৫+২ মাত্রা বৃত্ত
ছন্দ নিবে বললো নদী
দারুণ কলতান,
ছুটে চলার গতিই পাই
মনের সুখে গান।
নদীর মতো জীবন গতি
যাদের আছে ভাই,
সুখের সাথে দুখের কোনো
সতত জুড়ি নাই।
নদী ছন্দে মন খুশিতে
ভীষণ লাগে ভালো,
স্থির জীবনগুলোয় হলো
তিমির মতো কালো।
জীবনপথে আলোর দিশে
পাই নদীর কাছে,
সুখীজনের সাথেই নদী
ছায়ার মতো আছে।
দারুণ ভাবে ছুটে চলার
নদীর আছে গতি,
জীবন নদে ভাসে যেমন
সুখ দুখের অতি।
রচনাকালঃ
২১/০৭/২০২১
—————————–
খুলে দাও বিদ্যাপীঠ
জাহাঙ্গীর আলম অপূর্ব
৪+৪/৪+২
মাগো তুমি বলতে পারো
স্কুল কবে খুলবে
গুরুর সাথে সবাই মিলে
নানা ছড়া বলবে।
কবে থেকে বন্ধ আছে
ওই না স্কুল কলেজ
তাতে কি মা বৃদ্ধি পাবো
সব শিশুদের নলেজ।
ঘরে বসে সময় কাটে
যাই না কভু বেলা,
একা একা করি শুধু
আমি নিজে খেলা।
কি যে করি ভেবে না পায়
বলো না মা কিছু,
জ্ঞানে গুণে রয়েছি মা
এমনি সবার পিছু।
একটা বছর বসে বসে
সময় গেছে কেটে
করোনার ওই সংক্রমণে
সবাই গেছে টুটে।
রচনাকালঃ
২৭/০৬/২০২১
কবিতায় শুভ কামনা প্রিয় কবি জাহাঙ্গীর আলম অপূর্ব।