বিকিনি পাড়া

রোদে আইসক্রিম গলে গেল;
খাব খাব করেও খাওয়া হল না।

বিচে অর্ধনগ্ন নরনারী। রোদ খোলস
খুলেছে। যারা এতদিন ঘোমটায় ছিল;
বিকিনি মল ঘুরে তারা রোদের সাথে
সঙ্গমে মেতেছে। গতকালের মনখারাপের
আকাশ রোদের তীব্র নেশায় মাতাল
হয়েছে। সমুদ্রের জলে সাঁতার কাটছে হাঁস।

সি-গল মধ্য সমুদ্র থেকে নোনা বাতাস
বয়ে এনে বিকিনিদের মনে জাগাচ্ছে
লবনস্বাদ। অর্ধনগ্ন পুরুষ মেতেছে সমুদ্র
মন্থনে, জল থেকে উর্বশীর পুনরুত্থান
অবশ্যম্ভাবী। অমৃত পানে পূর্ণ যৌবন
ফিরে পাবে পুঙ্গব প্রজাতি; এই আশায়

সমুদ্র খুঁড়ে যাওয়া। কিছুক্ষণ সমুদ্র
বাতাসে প্রাণ জুড়াব ভেবে সমুদ্র বিলাস।

তপ্ত রোদে তৃষ্ণা জেগে উঠলে জলের
খোঁজে উঠেছিলাম। আইসক্রিমের
হাতছানিতে জল গৌণ হয়ে গেল। সামনে
বিকিনি পাড়া; আমি এক মুগ্ধ দর্শক।

আইসক্রিম রোদে গলে গেল, আমিও;
বিকিনির তাপে পুরোপুরি গলে গেলাম।

3 thoughts on “বিকিনি পাড়া

  1. কবিতায় শুভেচ্ছা রইলো প্রিয় কবি প্রিয় আবু মকসুদ ভাই। সালাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।