নষ্ট সম্পর্ক

৮+৬ অক্ষর বৃত্ত ছন্দ

চেপে রাখা আঁখি জলে ভাসে সহোদর
কটুকাটব্য করেছে সারা দিনভর।
ফুটিলো প্রভাতে ফুল কেটে গেলো নিশি
বিষাদ বেদনাগ্রস্ত তপোবনে ঋষি।

বিষাদ বেদনা ভরা প্রতি নর নারী
বিবাদেই সম্পর্কটা ভাঙে তাড়াতাড়ি।
সহোদরের মতো রে আপন কেহ নাই
গলাগলি ভাব করে চলে তো সবাই।

ঝরিয়ো না নয়নের জলে পরে জন্য
পাবে শুধু কষ্ট আর নাহি হবে ধন্য।
পরচর্চা সবে করে নাহি তারা বোঝে
আপন পাপের বোঝা তারা নাহি খোঁজে।

আপন জন এমন পৃথিবীতে আছে
নিজের লোকের ক্ষতি জন্য ঘোরে পাছে।
স্বার্থপর নিজে লোক চাহে নাহি কেহ
ভালো হয়ে সবে করো একে অন্যে স্নেহ।

তাহলে নিজের স্বার্থে জন্য কেন করো
নানান রকম খেলা ভালো পথ ধরো।
ঝগড়াঝাঁটি ভুলেই হাতে রেখে হাত
একসাথে সবে মিলে কেটে দাও রাত।

রচনাকালঃ
০১/০৮/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “নষ্ট সম্পর্ক

  1. চিরন্তন এই পরম সত্যের শব্দ-ধ্বণী প্রকাশ অসামান্য হয়েছে কবি অপূর্ব। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. অনেক সুন্দর মন্তব্য করেছেন। 

      শুভকামনা রইল।।। 

      https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif………..

মন্তব্য প্রধান বন্ধ আছে।