কবিতার অগ্রভাগ

images-1-150x150

এলোমেলো হচ্ছে কবিতার দেহ মন অগ্রভাগ
সোজা লাইনে দাঁড়াবার মন মানসিকতা নেই!
অথচ কত নিয়মকানুন জেনেও অবুঝ
পাথরের মতো হেঁটে যায়- সোনালি মাঠ!
রাস্তাগুলো পরিস্কার পরিচ্ছন্ন মোড় বাঁলিশ
তবুও ঘুমাতে কষ্ট, কুমরে ব্যথা হয় রোজ- রোজ
চোখে ঝাপসা দৃষ্টি, খুব সুন্দর, চশমাটাও নেই!
অতঃপর কবিতা এভাবেই হাঁটছে
শুধু বুকপকেট জুড়ে একটা চুমুর গুলি চায়
অপেক্ষা শুধু ভোর সন্ধ্যা রাত-
তারপর ভোর হবে গুলি আসবে,পাখি কিংবা
শিমুলের মতো রাঙাবে রাস্তার মোড়- মোড়
এভাবেই নিঃশেষ দেহ মন কবিতার অগ্রভাগ।

০৬ আশ্বিন ১৪২৮, ২১ সেপ্টেম্বর ২১

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “কবিতার অগ্রভাগ

  1. আজকের কবিতা এবং প্রচ্ছদ আমার কাছে অসাধারণ লেগেছে প্রিয় বাউল কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।