জগৎ সংসার

৬+৬/৬+২

ভবের মেলায় নানান খেলায়
বিভোর আমার প্রাণ,
সকাল দুপুর সুরের নূপুর
মন ছুয়ে যায় গান।

বেশুমার পাপে হৃদয়টা কাঁপে
বসে নাকো কাজে মন,
ভেবে নাহি পাই কি করব ভাই
তাহা ভাবি প্রতি ক্ষণ।

মোর আঁখি দুটি সদা আছে ফুটি
অঝোরে ঝরছে জল,
পাপে বোঝা বড় করে জড়সড়
নেই ভালো কোনো ফল।

চলি পথ দিয়ে ভেবে কাঁদে হিয়ে
কিরূপ ধরার খেলা,
শত প্রাণে হাসি তার সাথে বাঁশি
আনন্দ খুশি মেলা।

ধরা মোহে পড়ে ভুল পথ ধরে
পারি দিয়ে ক্ষণ কাল,
আজ মনে জাগে প্রাণ মূল ভাগে
মোর সব ভুলভাল।

রচনাকালঃ
০২/০৮/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “জগৎ সংসার

  1. চলি পথ দিয়ে ভেবে কাঁদে হিয়ে
    কিরূপ ধরার খেলা,
    শত প্রাণে হাসি তার সাথে বাঁশি
    আনন্দ খুশি মেলা।

    ___ চমৎকার কবিতা উপহার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।