৮+৭/৬ (বিশাখ পয়রা)
আকাশটা ঘন মেঘে /ডেকে আছে কভু রে
ডেকে আছে কভু,
নদীনালা খালে বিলে / জলে থৈথৈ তবু রে
জলে থৈথৈ তবু।
বারিধারা অবিরাম / চলে শুধু চলে রে
চলে শুধু চলে,
কদম কেয়া ফুলের / বর্ষা রানি বলে রে
বর্ষা রানি বলে।
দেয়ার ডাকে সবাই / ঘরে মধ্যে থাকে রে
ঘরে মধ্যে থাকে,
ময়ূর নাচের সদা / পুচ্ছ লুকে রাখে রে
পুচ্ছ লুকে রাখে।
বৃষ্টির দিনে ব্যাঙের/ মনোরম হাঁকে রে
মনোরম হাঁকে,
ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙে / মন খুলে ডাকে রে
মন খুলে ডাকে।
কচুরিপানা জলে /জলে সদা ভাসে রে
জলে সদা ভাসে,
নদীনালা খালে বিলে / নানা দব্য আসে রে
নানা দব্য আসে।
রচনাকালঃ
১২/০৭/২০২১
চমৎকার
মননশীল উপস্থাপন।
শুভকামনা রইল সতত।৷
সুন্দর কবিতায় শুভকামনা প্রিয় কবি। আসুন অন্যদের পোস্টেও মন্তব্য দিই।
হুম দেবো।
শুভকামনা রইল সতত।।