গাঁয়ের বধু হেলে দুলে
পুকুর ঘাটে যায়,
ঝুমুর ঝুমুর শব্দ তাহার
দিয়ে নুপুর পায়।
নুপুরের ওই দারুণ ছন্দ
পথিক ভোলে পথ,
গায়ের বধু সুন্দর দেখায়
দিলে নাকে নথ।
নুপুর পায়ে হেঁটে চলে
গাঁয়ের বধু ভাই,
কলসি কাঁখে নিয়ে যখন
জল আনিতে যাই।
মিষ্টি মুখের মিষ্টি কথা
পাখির মতো ডাক,
পিছন থেকে কে দিলো রে
মায়া বলে হাঁক।
যেয়ে দেখে পুকুর ঘাটে
পড়ে তাহার জা,
কি জানি কি টান দিয়েছে
তাহার দুটি পা।
রচনাকালঃ
১৩/০৭/২০২১
৪+৪/৪+১ স্বরবৃত্ত ছন্দ
অসাধারণ। খুব ভালো লাগলো।
দারুন মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।।
সুন্দর কবিতায় শুভকামনা প্রিয় কবি। আসুন অন্যদের পোস্টেও মন্তব্য দিই।
শুভকামনা রইল।।