মোদের কথা বলবো কি আর
কষ্ট প্রাণে আজ
মানুষ হয়ে মানুষ মারে
এ কেমন ভাই কাজ।
ভাবি আমি তাদের কথা
অন্তরে নেই ভয়,
নরহত্যা করে তারা
ভয় করেছে জয়।
পাখির প্রতি মানুষের ওই
যত মায়া ভাই
নরের জন্য নরের রে ভাই
তত মায়া নাই।
নরহত্যা জঘন্য কাজ
সবাই জানে ভাই,
মারার বেলায় তাদের কথা
মনে জাগে নাই।
আছে তাদের পরিবার ভাই
কষ্ট কাটে দিন,
যারে তুমি হত্যা করলে
কি ছিলো তার ঋণ।
রচনাকালঃ
০৬/০৭/২০২১
৪+৪/৪+১
আছে তাদের পরিবার ভাই
কষ্ট কাটে দিন,
যারে তুমি হত্যা করলে
কি ছিলো তার ঋণ।
দারুণ মন্তব্য।
শুভকামনা রইল সতত।।।
চমৎকার ছন্দময়
শুভকামনা রইল।।।