যে প্রেমিকের মনে বিচ্ছেদ ভীতি নাই
সে বিয়োগের কিছু নীচের দিকে থাকে
অথচ সংযুক্ত প্রেমিক
টুকটুকে এক সূর্য যেন
উত্তাপে তার গলো
অথবা বিভ্রান্ত হও কিংবা
তাপে পুড়ে গাল দাও
সেই জেনো চিরকালীন
আর অন্য সবই গোয়ালঘর
বেঁধে রাখো, ছেড়ে দাও
সবুজ পেলেই মুখ ডোবাবে
জানো কিনা, মুর্খের প্রেমও নিতে নেই!
পারফেক্ট প্রকাশ।
অভিনন্দন প্রিয় কবিবন্ধু শাকিলা তুবা। ভালো থাকুন। 
অসাধারণ…
অনন্য সুন্দর প্রকাশ।
বেশ ভাবনাময় কবি আপু