পুবাকাশে প্রভাতকালে
উঠলো সোনা রবি
চারিদিকে আলো ছাড়ায়
কি অপরুপ ছবি।
পাখির ডাকে হলুদ আভা
ভীষণ লাগে ভালো,
একদিন রবি না উঠিলে
ধরা হবে কালো।
রবির আলো ঝিকিমিকি
জলের উপর পড়ে,
তাই না দেখে মাছরাঙা ভাই
প্রচুর মাছ ওই ধরে।
ঘাসের বুকে শিশির কণা
প্রভাতকালের আলো,
কবির লেখা কাব্য খানি
ভীষণ লাগে ভালো।
রচনাকালঃ
১৬/০৭/২০২১
৪+৪/৪+২
অপূর্ব…!
চমৎকার মন্তব্য করেছেন।।
শুভকামনা রইল সতত।।।
……
ঘাসের বুকে শিশির কণা
প্রভাতকালের আলো,
কবির লেখা কাব্য খানি
ভীষণ লাগে ভালো।
দারুণ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।।

…….
…..