৪+৪/৪+১ স্বরবৃত্ত ছন্দ
এমন একটি কবি সমাজ
আমরা সবে চাই,
হিংসা বিদ্বেষ কোনো কথা
সেইখানেতে নাই।
কবি সমাজ মিলেমিশে
থাকতে হবে সব,
কবি কবি হিংসা বিদ্বেষ
নাহি কলরব।
কবি হলো জাতির দর্পণ
কবি শুদ্ধ জন,
ভালো কাজে ভালো ফলটা
কবির সৃষ্টি ক্ষণ।
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে
চলো জীবন মুখ,
হিংসা বিদ্বেষ জাতি ধ্বংস
পাবে না কো সুখ।
জ্ঞানী গুণী কবি যারা
মন নেই হিংসা দ্বেষ,
তাঁরাই ভীষণ সমাদৃত
সুখের শুধু লেশ।
রচনাকালঃ
০৭/০৮/২০২১
কবি সমাজ মিলেমিশে
থাকতে হবে সব,
কবি কবি হিংসা বিদ্বেষ
নাহি কলরব।
চমৎকার মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।