আক্ষেপ

00908

একদিন দেখতে পাবে
ঘোর অন্ধকারে তুমি হাঁটছো
তোমার ছায়া তোমাকে এড়িয়ে
অদ্ভুত একাকীত্বে তুমি
সেদিন আমি
জোনাকি হয়ে তোমায় ছোঁয়ে যাবো।

একদিন শুনতে পাবে
বেলা শেষে তুমি তোমার আর্তনাদ
চোখের জল তোমাকে পাশ কাটিয়ে
এক হরর সময়ে তুমি
সেদিন আমি
রবীন্দ্রনাথের সুর হয়ে তোমার কর্ণকুহরের মূর্চ্ছনা তুলবো।

একদিন জানতে পাবে
নির্জনে যখন তুমি তোমার অনুভূতিতে
কল্পনারাও হযবরল তোমার নিকটে
নির্ঘুমে নিশাচর তুমি
সেদিন আমি
এক খন্ড মেঘ হয়ে তোমার হৃদয় আকাশে ভেসে বেড়াবো।

ঐদিন বর্ষার গগণ হবে তোমার অন্তর
নয়নে ভাসবে উজানের বান
অতঃপর
ভালবাসার বাঁধ সৃষ্টিতে তুমি হবে ব্যকুল
আমিও বেদনার পাল তুলে যন্ত্রণার মাঝি হবো,

অবশেষে নামহীন, স্বীকার বিহীন একটি সম্পর্কের মৃত্যু ঘটবে।

ইকরামুল শামীম সম্পর্কে

ইকরামুল হক ( শামীম ) পেশা : সমাজকর্মী, লেখক ও আইনজীবী । জন্মস্থানঃ ফেনী বর্তমানঃ ঢাকা, বাংলাদেশ স্ট্যাডি ব্যাকগ্রাউন্ডঃ ১.মাস্টার্স ইন ভিক্টিমলজি & রেস্টোরেটিভ জাস্টিস, ঢাকা বিশ্ববিদ্যালয়। ২. মাস্টার্স ইন পলিটিক্যাল সাইন্স। ৩. ব্যাচেলর ডিগ্রী অব সোশ্যাল সাইন্স। ৪. ব্যাচেলর অব 'ল'। কর্মঃ ১. ফাউন্ডার, বাংলাদেশ রেস্টোরেটিভ জাস্টিস সোসাইটি. ২. জুনিয়র ল'ইয়ার, জেলা জজ কোর্ট। ৩. এক্স এ্যাস্ট. কো-অর্ডিনেটর, বিশ্ব সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সংস্থা, বাংলাদেশ। ৪. এক্স- ট্রেইনার(HIV & DOWRY), টালফ অর্গানাইজশন, বিডি। বর্তমানে তিনি " ক্ষতিগ্রস্থদের সহায়তা এবং অপরাধীদের সংশোধন" নিয়ে কাজ করছেন। রাজনীতিঃ দেশপ্রেম। প্রিয় লেখকঃ সুনীল গঙ্গোপাধ্যায়, নির্মলেন্দু গুন। সখঃ ভ্রমণ করা, কবিতা পড়া এবং দাবা খেলা।

2 thoughts on “আক্ষেপ

  1. ভালবাসার বাঁধ সৃষ্টিতে তুমি হবে ব্যকুল
    আমিও বেদনার পাল তুলে যন্ত্রণার মাঝি হবো,

    অবশেষে নামহীন, স্বীকার বিহীন একটি সম্পর্কের মৃত্যু ঘটবে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।