৪+৪/৪+২ স্বরবৃত্ত ছন্দ
বেতুয়ার ওই রেকর্ড ভেঙে
আনলে বিজয় তুমি,
তোমার জন্য যে ধন্য গ্রাম
সদা তোমায় চুমি।
তোমার যোগ্য নেতৃত্বে সব
পাবে মুক্তির দিশা,
দুঃখ ক্লিষ্ট দূর হয়েছে
প্রাণটা খুলে মিশা।
সবার মলিন মুখে আজই
ফুটছে হাসির রেখা,
দীর্ঘকালের পরে সবাই
পাইছে সুখের দেখা।
তুমি গর্ব মোদের গাঁয়ের
তুমি সোনার ছেলে,
তোমার জন্য সর্বজনের
প্রাণে শান্তি মেলে।
গর্বিত আজ তোমার জয়ে
আমার গাঁয়ের মানুষ,
চারদিকে তাই উড়ছে কত
হাজার রঙের ফানুস।
রচনাকালঃ
১১/১১/২০২১
সুন্দর ছড়া পদ্যে শুভকামনা প্রিয় কবি অপূর্ব। আসুন অন্যের পোস্টেও মন্তব্য দেই।
সুন্দর মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত।।।