এই অঘ্রাণের আকাশ তলে
নীরবে ঝরে পড়ে
মেঠো চাঁদোয়া জোছনা;
বুকে নিয়ে শিশিরের জল।
সেইখানে আকাশ থমকে থাকে
মেঘের ভাঁজে ভাঁজে
অতৃপ্ত হৃদয় পাজর জুড়ে
এক পশলা বৃষ্টি নিয়ে !
বিনিদ্র রাত পেরিয়ে জোনাক খামে
মাঘের হিয়ালি ছেড়ে
হলদে পাতার মরমর সুর ছড়িয়ে
বিবর্ণ ফুলের গন্ধে বসন্ত আসে !
মাকাল বসন্তে ফুল পাখির ভিড়ে
অবিরত রক্ত ক্ষরণে
ব্যথিত এই অলির স্বপ্ন চোখে শুধুই
উদ্ভাস্ত প্রেম খেলে অঘ্রাণের দিনমানে !
সুচিন্তিত মনোভাব ফুটে উঠেছে লেখায় l
বেশ ছন্দময় অনুভব প্রকাশ কবি
সুন্দর কবিতা। অভিনন্দন প্রিয় কবি মি. সুজন হোসাইন।