শিক্ষার আলো

৪+৪/৪+২

নিত্যক্ষণে পড়তে বুড়ির
লাগে না তো ভালো,
পড়ার কথা বললে মায়ে
মুখটা হয় যে কালো।

বুড়ির ইচ্ছে সারাবেলা
করতে চাই যে খেলা,
মন খুশিতে চড়বে বুড়ি
নদীর ওই না ভেলা।

মায়ের কাছে বলে বুড়ি
কঠিন লাগে পড়া,
আজে বাজে কথা বলে
বলে নানা ছড়া।

মায়ের ইচ্ছে খেলার ছলে
নেবে বুড়ি শিক্ষা,
নানা কাজে বুড়িকে যে
দেবো দেবোই দীক্ষা।

পড়াশোনা হীন জীবনে
যায় না চলা কভু,
তাই তো আমি বুড়িকে যে
শিক্ষা দেবো তবু।

রচনাকালঃ
২০/০৮/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “শিক্ষার আলো

মন্তব্য প্রধান বন্ধ আছে।