বাড়ির সাথে আড়ি

সমস্ত দিন আমায় কেবল রাখিস চোখে ধরে,
ডাকিস কাছে রাখিস বেঁধে স্নেহের কড়া ডোরে ৷
এই করে না,ওই কোরো না – ওদিক যেও না না,
কেউ বোঝে না কি চাই আমি -শুধুই নিষেধ মানা।
ভাল্লাগে না মাগো তোদের আদর বাড়াবাড়ি,
বাড়ির সাথে আড়ি দেব- বাড়ির সাথে সাথে আড়ি ৷

ডাকছে অপু-দুর্গা আমায় – ডাকছে ইছামতি,
হাতছানি দেয় মাঠ -ঘাট ও বন- দখনে হাওয়ার গতি ৷
ডাকছে আমায় বৈঁচি ঘেটু বন্য ফুল আর ফলও,
দেয় ইশারা শাপলা শালুক- পদ্মদিঘির জলও৷
খেলব আমি ওদের সাথে আমায় দেমা ছাড়ি’,
বাড়ির সাথে আড়ি আমার বাড়ির সাথে আড়ি ৷

আম কাঁঠাল আর জামের বনে ঘুরব সারাবেলা,
ওরাই আমার মিতা, ওদের সাথেই আমার খেলা ৷
বটের ছায়ার শ্যামল মায়ায় ঘাসের বিছান পাতি’,
ক্লান্ত হয়ে বসলে হবে পাখপাখালি সাথি।
বন্ধু বলে ধরবে এ’হাত তাল সুপারীর সারি,
বাড়ির সাথে আড়ি আমার বাড়ির সাথে আড়ি ৷

সন্ধে হলেই সাঁঝের পিদিম জ্বালবে জোনাক পোকা,
আকাশ ফুলের বাগান জুড়ে ফুটবে তারার থোকা |
চাঁদের বুড়ি আমায় পেয়ে চরকা কাটা ভুলে,
বসবে আমার গা ঘেঁষে তার গল্পঝুলি খুলে।
ফুলপরীদের সঙ্গে দেব অচিন দেশে পাড়ি,
বাড়ির সাথে আড়ি আমার বাড়ির সাথে আড়ি ৷

শংকর দেবনাথ সম্পর্কে

শংকর দেবনাথ জন্মঃ ২১ অক্টোবর, ১৯৭৪ প্রকাশিত গ্রন্থ - কবিতার বইঃ ১) আত্মহনন অথবা মৈথুন ২) শিয়রে নীলাভ জ্বর ৩) পরকীয়া ঘুম ছড়ার বইঃ ১) দুধমাখা ভাত ২) টক ঝাল তেতো কড়া ৩) ফাটকা কথার টাটকা ছড়া ৪) লাগ ভেল্কি লাগ ৫) রসে কষে ভরা প্রবাদের ছড়া গল্পগ্রন্থঃ ১) দুই শালিকের গল্প ২) গাছের জন্মদিন পিডিএফ ছড়ার বই: ১. ফাটকা কথার টাটকা ছড়া ২. সুজন পাখির কূজন ৩. অথৈ প্রাণের ধারা ৪. ছন্দ মাতে বন্দনাতে ৫. কিম্ভুতকিমাকার ৬. অপ্রচলিত ছড়া ৭. আমার সুকুমার ৮. প্রাণের ঠাকুর ৯. গাছপাগলের পদ্য ১০. ছড়ায় পড়া ১১. শব্দ নিয়ে মজা ১২. ভূত আছে ভূত নেই ১৩) ঠাকুরদাদার বউ ১৪) তাই রে না না ১৫) খুশি মনে পুষি ছড়া ১৬) স্বরবর্ণের ঘর সম্পাদিত পত্রিকাঃ ছোটদের ভোরের পাখি ভেল্কি ছড়াপত্র ঠোঁটকাটা মাসিক ছড়াপত্রিকা পুরষ্কার ও সম্মাননাঃ ১। নিখিলবঙ্গ শিশুসাহিত্য সংসদ প্রদত্ত " কবি কৃত্তিবাস সম্মাননা" -২০১৮ ২। দীনবন্ধু রাখালদাস বিভূতি বিনয় একাডেমি প্রদত্ত " কবি যোগীন্দ্রনাথ সরকার সাহিত্য সম্মান -২০১৯

2 thoughts on “বাড়ির সাথে আড়ি

  1. বরাবরই আপনার লিখা ভীষণ পছন্দ করি। শুভ কামনা প্রিয় কবি শংকর দেবনাথ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।