৮+৬ অক্ষরবৃত্ত ছন্দ
প্রভু কেমনে সৃজিলা ধরাতে মানুষ
অক্ষমতার অনলে পোড়ে নাই হুঁশ।
ধরা বুকে মানুষের শ্রেষ্ঠতম স্থান
শ্রেষ্ঠ করে অক্ষমতা দিলে দয়াবান।
তোমার খেলা হে প্রভু বোঝা বড় দায়
জরাজীর্ণ ক্লিষ্ট তবে কেন পিছু ধায়।
শ্রেষ্ঠত্বের পদে এসে সহে দুখ তবু
কেন জানি এরূপ যে ভাবি ক্ষণে কভু।
সৃজিলা ধরাতে নর দিলে না তো সুখ
জীবন বিরহে গাঁথা সহে বসে দুখ।
আঁখি ঘেরা স্বপ্ন নিয়ে চলে ভাই সব
সুখের জন্যই করে সবে কলরব।
এ ধরাতে দুখে সাথে রণ করে চলা
প্রাণ রণে ক্লান্ত হয়ে দুখে কথা বলা।
মানব জীবনে লেগে আছে ক্লিষ্ট কষ্ট
হয় না স্বপ্ন পূরণ হয় সব নষ্ট।
ধরার বুকে’তে শ্রেষ্ঠ মানবের প্রাণ
শ্রেষ্ঠত্বের জন্য গাই প্রভু জয় গান।
নর মনে জাগে আশা সুখে থাকা জন্য
মানব জীবনে সুখ এলে হবে ধন্য।
রচনাকালঃ
৩১/০৮/২০২১
ধরার বুকে’তে শ্রেষ্ঠ মানবের প্রাণ
শ্রেষ্ঠত্বের জন্য গাই প্রভু জয় গান।
দারুণ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল সতত প্রিয় কবি।।।