৪+৪/৪+২
রংধনুর ওই সাতটি রঙে
আকাশ সাজে তবে,
বৃষ্টির শেষে আকাশ থেকে
নেমে আসে ভবে।
সূর্যের অপর দিক রংধনু
ঝকঝক করে ওঠে,
তাই না দেখার জন্য সবাই
দলে দলে ছোটে।
প্রতিফলন প্রতিসরণ
রংধনুর সাত রঙে,
ধনুকের ন্যায় দেখায় তারে
বাহারি ওই ঢঙে।
রচনাকালঃ
০৪/১১/২০২১
প্রতিফলন প্রতিসরণ
রংধনুর সাত রঙে,
ধনুকের ন্যায় দেখায় তারে
বাহারি ওই ঢঙে।
খুব সুন্দর মন্তব্য করেছেন।
শুভকামনা রইল।।।
চমৎকার ছন্দময় কবি
সুন্দর মন্তব্য করেছেন প্রিয় কবি।
শুভকামনা রইল সতত।।।