ঝিলের ধারে বসে ছিলাম
মুখটা করে ভার
হঠাৎ কেঁপে উঠল মোবাইল
অচেনা নাম্বার
ধরব কি না ধরব দ্বিধায়
হচ্ছে সময় ক্ষয়
শেষ পর্যন্ত হয়ে গেল
কৌতূহলের জয়
অপর প্রান্তে সুরেলা এক
কণ্ঠ শুনা গেলে
আমার মনের পায়রা গুলো
আবার ডানা মেলে
সুরের জাদু কণ্ঠে রেখে
অচেনা নাম্বার
বলতে থাকে নড়ে গেছে
তার হৃদয়ের পাড়
তার পুকুরে ঢেউ উঠেছে
আমার ছুড়া ঢিলে
ঢিলের ব্যাপার জানি না তো
কেমনে এটা মিলে
বলি আমি ভুল করছেন
আমি তো সে নই
কণ্ঠ বলে আমার হৃদয়
আপনি নিশ্চয়ই
কি আর করা মেনে নিয়ে
হাঁটি প্রেমের পাড়
যদিও জানি মোবাইল আমার
বড় ভাইয়ার
প্রেমালাপে কাটছে সময়
লাগছে ভাল বেশ
ভুল হলেও পাচ্ছি খানিক
সত্যি প্রেমের রেশ
ভাইয়ের কথা পরলে মনে
খেয়ে ফেলি খাবি
মুখ ফসকে বলেই ফেলি
আপনি আমার ভাবী
যেই বলেছি ঐ পাড়েতে
নামলো নীরবতা
মোবাইল দিয়ে ঘসতে থাকি
আমার কপাল যথা…
ইন্টারেস্টিং এবং সাবলীল ছড়া পদ্য। শুভ কামনা প্রিয় কবি আবু মকসুদ ভাই।