৪+৪/৪+৪/৪+১ স্বরবৃত্ত
নায়ের মাঝি গাঁয়ের মেয়ে
সবাই তাকে দেখে চেয়ে
প্রেম বিরহে মন,
জোয়ার আসে ভাটার টানে
সুখের উল্লাস দুঃখের গানে
ভাবে প্রতিক্ষণ।
পাখির গানে মুগ্ধ করে
শক্ত হাতে হালটা ধরে,
করে না তো লাজ,
আসবে কবে মনের মানুষ
তার খোঁজেতো উড়ায় ফানুস
এটাই যে তার কাজ।
মনের মধ্যে সুজন থাকে
মনটা তাকে আগলে রাখে
দেয় না কোনো দুখ,
হেসে খেলে নানা খেলা
মনের তারই রঙের মেলা
প্রাণে দোলে সুখ।
রচনাকালঃ
২৩/০৮/২০২১
কবিতাটি পড়লাম। একরাশ শুভ কামনা প্রিয় কবি। শুভ সকাল।
সুন্দর মন্তব্য।
শুভকামনা রইল সদা।