মন মাঝি

৪+৪/৪+৪/৪+১ স্বরবৃত্ত

নায়ের মাঝি গাঁয়ের মেয়ে
সবাই তাকে দেখে চেয়ে
প্রেম বিরহে মন,
জোয়ার আসে ভাটার টানে
সুখের উল্লাস দুঃখের গানে
ভাবে প্রতিক্ষণ।

পাখির গানে মুগ্ধ করে
শক্ত হাতে হালটা ধরে,
করে না তো লাজ,
আসবে কবে মনের মানুষ
তার খোঁজেতো উড়ায় ফানুস
এটাই যে তার কাজ।

মনের মধ্যে সুজন থাকে
মনটা তাকে আগলে রাখে
দেয় না কোনো দুখ,
হেসে খেলে নানা খেলা
মনের তারই রঙের মেলা
প্রাণে দোলে সুখ।

রচনাকালঃ
২৩/০৮/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “মন মাঝি

মন্তব্য প্রধান বন্ধ আছে।