বিভীষিকা

index---545421

সময়ের স্রোতে দু’চোখে এখন বিভীষিকাময়!
রাত নেই দুপুর নেই সব ক্ষেত্রেই মন জঙ্গল ভরা
তবু ক্ষণে ক্ষণে পথ চলা হাজার বছর পর
স্বপ্নে দেখা পৃথিবী আমার রূপ লাবণ্য যেনো ধূসর ময়
আতঙ্কিত সোনালি ভোরের ফুলেল শোভা!

অথচ সুবাসে যত সব কিচ্ছা কাহিনী দুধের সরে ঢেউ
অবসান শুধু মাটির ঘ্রাণ ভরা মৃত্যুর বার্তা;
কাঁদবে কি আর? যমুনা বাঙালি করতোয়া ইছামতি!
দেশ দুষমন ইচ্ছাগুলো উড়ে না আর বিভীষিকা-
হয়ে যায় বুঝি বন্যা সমগ্র লাল সবুজের পতাকা।

২৬ অগ্রহায়ণ ১৪২৮, ১১ ডিসেম্বর ২১

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “বিভীষিকা

  1. দেশ দুষমন ইচ্ছাগুলো কেবলই উড়ে … চেনা বিভীষিকা –
    হয়ে যায় বুঝি বন্যা-সমগ্র … আমাদের লাল সবুজের পতাকা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জি কবি মুরুব্বী দা অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুুস্থ থাকবেন————

    1. জি কবি মহী দা অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুুস্থ থাকবেন————

মন্তব্য প্রধান বন্ধ আছে।