৪+৪/৪+২
পুষ্প শোভা পুষ্প বাগে
দেখতে লাগে ভালো,
আঁধার রাতে যেমন করে
জোনাক জ্বালে আলো।
নতুন কলির সুবাস পেয়ে
ভ্রমর করে খেলা,
মন খুশিতে রোজ প্রভাতে
আনন্দের ওই মেলা।
প্রজাপতি দলে দলে
ছুটে চলে ফুলে,
পরাগায়ণ করায় তারা
সকল আশা ভুলে।
পুষ্পের শোভা নিয়ে কবি
কাব্য লেখেন কত,
পুষ্প নিয়ে প্রেমিকগণে
আসে শত শত।
পুষ্প হলো পবিত্র ওই
এই না ধরার বুকে,
পুষ্প যারা ভালোবাসে
আছেন তারা সুখে।
রচনাকালঃ
০৬/০৯/২০২১
পুষ্প হলো পবিত্র ওই
এই না ধরার বুকে,
পুষ্প যারা ভালোবাসে
আছেন তারা সুখে।
দারুণ মন্তব্য করেছেন।
শুভকামনা রইল।।।